শহর সমাজসেবা কার্যক্রম , বরগুনা
পটভূমিঃ
শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদফতর পরিচালিত একটি আদি কর্মসূচি। অধিদফতরের প্রারম্ভিক স্বল্পসংখ্যক কর্মসূচীর মধ্যে এ কর্মসূচী অন্যতম এবং শহর সমাজ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিগণিত।
শহরের বস্তি এলাকায় বসবাসরত জীবিকার সন্ধানে বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও স্বল্পআয়ের ভাসমান পরিবারের সদস্যদেও সংগঠিত কওে পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকল্পে বাস্তবধর্মী কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা এ প্রকল্পের লক্ষ্য। জীবিকার সন্ধানে আগত ছিন্নমুর জনগোষ্ঠি শহরের বিভিন্ন স্থানে, আনাছে কানাছে, ড্রেনের পাশে, পরিত্যক্ত অস্বাস্থ্যেকর ডোবা বা জলাভুমির ধারে জির্ণ কুঠির তৈরী করে গড়ে তুলেছে অবাঞ্ছিত বস্তি। নোংরা পরিবেশ, জীবনের মৌলিক চাহিদা পুরনের ব্যর্থতার দরুন অপুষ্টি ও স্বাস্থ্যেহীনতা, বেকারত্ব,ভিক্ষাবৃত্তি ইত্যাদি সমস্যায় শহর জীবন আজ বিপর্যস্ত। তাই সুপরিকল্পিত ভাবে শহর এলাকায় বসবাসরত এ জনগনের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে বিভিন্ন সরকারী ও বে-সরকারী সংস্থার সহযোগীতায় শিক্ষায়, স্বাস্থ্য, সংস্কৃতি, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে প্রাপ্য সীমিত সম্পদের মাধ্যমে সমস্যাবলী সম্ভাব্য সমাধান করে জনজীবনের স্বস্তি বিধান ও দুঃস্থদের জন্য জীবন মানোন্নয়ন যোগ্য কর্মসূচী গ্রহন করা এ প্রকল্পের উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে জাতিসংঘ থেকে প্রেরিত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার ১৯৫৫ সালে Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে ১৯৫৫ সালে পরীক্ষামুলক ভাবে শহর সমাজ উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project(UCDP) চালু করা হয়। একই সালে এ প্রকল্পে সফলতা তদানীন্তন সরকারের দৃষ্টি আকর্ষন করে এবং প্রকল্পটি পাচঁশালা পরিকল্পনার অন্তর্ভুক্ত হয় এবং এর আওতায় ঢাকা শহরের গোপীবাগ,লালবাগ ও মোহাম্মদপুর এলাকায় এ কার্যক্রম সম্প্রসারন করা হয়। ১৯৬০ সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আরও ১২ টি প্রকল্প চালু হয়। এবং প্রকল্পের সংখ্যা দাড়ায় ১৬ টি। ১৯৬১ সালে সমাজকল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার পর এই প্রকল্পের ক্রমবর্ধমান সফলতা এবং প্রসার অব্যাহত থাকে। শহর এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির চাহিদার প্রেক্ষিতে পর্যায়ক্রমে জুন/৯৬ পর্যন্ত এ কার্যক্রমকে ৪৩টি ইউনিটে উন্নীত করা হয়। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে জুলাই/৯৬ সালে ‘‘শহর সমাজসেবা কর্মসুচীর উন্নয়ন ও সম্প্রসারণ-১ম পর্ব’’ নামে উন্নয়ন খাতে আরও ৭টি শহর সমাজসেবা কার্যক্রম ইউনিট প্রতিষ্ঠা করে এ কর্মসুচীর মোট ইউনিটের সংখ্যা ৫০টিতে উন্নীত করা হয়। প্রকল্পের সফলতার ভিত্তিতে ২০০৩ সালে ‘‘শহর সমাজসেবা কর্মসুচীর উন্নয়ন ও সম্প্রসারণ-২য় পর্ব’’ এর আওতায় শহর সমাজবেবা কার্যক্রম, বরগুনা সহ ৩০ টি ইউনিট প্রকল্পের ভিত্তিতে চালু করা হয় যেগুলো ০১/০৭/২০০৭ সালে অস্থায়ী রাজস্ব এবং সেপ্টেম্বর/১৯ এ স্থায়ী রাজস্ব খাত ভুক্ত হয় যার ফলে বাংলাদেশের ৬৪ টি জেলায় ৮০ টি ইউনিটে এ কার্যক্রম চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস